২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসলে দলীয় প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। তবে এই তালিকায় নেই রওশান এরশাদ ও সাদ এরশাদের নাম।সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ২৯৮ আসনের মধ্যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন।এই দুটি আসন থেকে আগে নির্বাচন করতেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসন, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম- ৫ ও রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন। ঘোষণা করা হয়নি ১১ আসনে প্রার্থী। ধারণা করা হচ্ছে, রওশন এরশাদ, সাদ এরশাদসহ বাকি শীর্ষ নেতাদের জন্য খালি রাখা হয়েছে ওইসব আসন।